বিপিএলের নতুন সূচি চূড়ান্ত করেছে বিসিবি

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। দেশের শীর্ষ ঘরোয়া ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর মিরপুরে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু এ তথ্য জানান।
ইফতেখার রহমান মিঠু বলেন, আমরা এবারের আসরের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নিলামের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এবং শীর্ষ মানের ক্রিকেটারদের নিয়ে ১২তম আসর জমজমাট হয়ে উঠবে।
বিজ্ঞাপন
এই আসরে ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। নিলামে অংশ নিতে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন, যার মধ্যে ২৫০ জনকে বাছাই করা হয়েছে।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিপিএলের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, মেগা ফাইনালের মাধ্যমে।
বিজ্ঞাপন
বিসিবি আশা করছে, এবারও বিপিএল দেশের ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ ও দর্শনীয় লড়াইয়ের মঞ্চ হয়ে উঠবে।








