২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে নতুন দায়িত্ব দিলো আইসিসি

লম্বা সময় ধরে আইসিসির মেগা টুর্নামেন্টে শিরোপাখরায় ভুগছিল ভারতীয় ক্রিকেট দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেই খরা কাটায়। এরপরই ভারতীয় দুই তারকা ক্রিকেটার রোহিত ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। ফলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে মাঠের বাইরে থাকবেন তারা। তবে আসন্ন দশম আসরের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে আইসিসি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে। ওই সময় রোহিতকে ২০২৬ বিশ্বকাপের দূত পদে নিয়োগ দেওয়ার কথা জানায় আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত ক্যারিয়ার ছিল দারুণ। ভারতের জার্সিতে ৩২.০১ গড় এবং ১৪০.৮৯ স্ট্রাইকরেটে ৪২৩১ রান করেন ডানহাতি এই ওপেনার। ২০২৪ সালে রোহিতের অধীনে ভারত বিশ্বকাপ জিতেছে, এর আগে ২০০৭ বিশ্বকাপজয়ী দলেও তিনি খেলেছেন।
বিশ্বকাপের দূত হওয়ার প্রতিক্রিয়ায় রোহিত শর্মা বলছেন, ভারতে আবারও টুর্নামেন্ট ফেরা এবং নতুন ভূমিকায় (অ্যাম্বাসেডর) সহযোগী হতে পারা দারুণ বিষয়। আমি সকল ক্রিকেটারের মঙ্গল কামনা করি এবং আশা করি তারা স্মরণীয় সময় কাটাবে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।
বিজ্ঞাপন
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। গ্রুপ ‘এ’তে লড়বে– ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র। এ ছাড়া গ্রুপ ‘বি’তে– অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান; গ্রুপ ‘সি’তে— বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি এবং গ্রুপ ‘ডি’তে— সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত পরস্পরের মোকাবিলা করবে।
আসরের প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। পুরো টুর্নামেন্ট ভারতের ৫ এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে (২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) উঠবে। সেখানে ৮ দল নিয়ে হবে দুটি গ্রুপ। সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালের (৪ ও ৫ মার্চ) যোগ্যতা অর্জন করবে। চার দলের লড়াইয়ে বিজয়ী দুই দল ফাইনালে লড়বে ৮ মার্চ।








