Logo

টানা ব্যর্থতায় চাপে স্লট, লিভারপুলে ফের ক্লপ–গুঞ্জন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১২:১৩
8Shares
টানা ব্যর্থতায় চাপে স্লট, লিভারপুলে ফের ক্লপ–গুঞ্জন
ছবি: সংগৃহীত

টানা ব্যর্থতার ধাক্কায় লিভারপুলে শুরু হয়েছে অস্থিরতা। নতুন মৌসুমে একের পর এক হারের ফলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন কোচ আর্নে স্লট। সর্বশেষ শনিবার অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩–০ গোলে লজ্জাজনক হার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

ইউর্গেন ক্লপ বিদায়ের পর দায়িত্ব নিয়ে প্রথম বছরেই লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন ৪৭ বছর বয়সী ডাচ কোচটি। কিন্তু নতুন মৌসুমে তার দলের চিত্র সম্পূর্ণ উল্টো—সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হার।

গ্রীষ্মে ৪৫০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে শক্তিশালী স্কোয়াড গড়লেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। ফরেস্টের বিপক্ষে হারের ফলে শিরোপা দৌড়ে লিভারপুলের ব্যবধান এখন আট পয়েন্ট। ফলে খেলোয়াড় নির্বাচন, কৌশল এবং ক্লাব ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় স্লটকে ঘিরে সমালোচনা বাড়লেও লিভারপুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে না বলে মত সাবেক আর্সেনাল ডিফেন্ডার মার্টিন কিয়োনের। তার ভাষায়, “গত মৌসুমে লিগ জেতা কোচকে এক বছরেই সরিয়ে দেওয়ার কথা ভাববে না লিভারপুল। তবে পতনটা ভয়াবহ।”

স্লটের ওপর চাপ বাড়ার বড় কারণ—ফের ইউর্গেন ক্লপের লিভারপুলে প্রত্যাবর্তন গুঞ্জন। স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জার্মান এই কোচ। যদিও লিভারপুল কর্তৃপক্ষ এখনো পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, “ইংল্যান্ডে ফিরলে লিভারপুল ছাড়া অন্য কোনো দল নয়।”

বিজ্ঞাপন

বর্তমানে তিনি রেড বুল ফুটবল গ্রুপে কাজ করলেও অ্যানফিল্ডে তাঁর সম্ভাব্য ফেরা নিয়ে আলোচনা থামছে না।

এক মৌসুম আগেই শিরোপা জেতা দল এখন ছন্দহীন, আত্মবিশ্বাসহীন। দলে তারকা খেলোয়াড় থাকলেও ফল না আসায় নেতৃত্ব এবং কৌশল নিয়ে প্রশ্ন তীব্র হচ্ছে। এখন দেখার বিষয়—এই চাপ সামলে আর্নে স্লট লিভারপুলকে আবার ঘুরে দাঁড় করাতে পারেন কি না।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD