Logo

সমাধানের চেয়ে অহংকারকে প্রাধান্য দিয়েছে বিসিবি: হরভজন সিং

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৪:২৭
সমাধানের চেয়ে অহংকারকে প্রাধান্য দিয়েছে বিসিবি: হরভজন সিং
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার অভিযোগ, সংকট সমাধানের চেষ্টা না করে বিসিবি পরিস্থিতিকে অহংকারের জায়গা থেকে দেখেছে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, সমস্যার বাস্তবসম্মত সমাধান খোঁজার বদলে বিসিবি কঠোর অবস্থান নিয়েছে, যা শেষ পর্যন্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটি কাজে লাগানো উচিত ছিল বোর্ডের।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সংস্থাটি জানায়, টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসায় ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যদিও সিদ্ধান্তটিকে তারা কঠিন বলেই উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পাকিস্তানের অবস্থান নিয়েও মন্তব্য করেন হরভজন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে হরভজনের মন্তব্য, বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে বড় করা হচ্ছে। তার ভাষ্য, এটিকে ‘দুই বনাম এক’ ধরনের পরিস্থিতি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

হরভজনের মতে, পাকিস্তানের ম্যাচ সূচি আগেই নির্ধারিত ছিল, তাই এ ইস্যুতে তাদের আলাদা করে অবস্থান নেওয়ার প্রয়োজন ছিল না। পুরো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়রা—এমনটাই মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সম্ভাব্য সরে দাঁড়ানোর বক্তব্য সম্পর্কেও হরভজন বলেন, এ ধরনের মন্তব্য পরিস্থিতি শান্ত করার বদলে বিতর্ক বাড়ায়। তার মতে, ক্রীড়াঙ্গনে কূটনৈতিক সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD