Logo

ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬
ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলে তরুণদের বড় আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ। মালদ্বীপে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এরই অংশ হিসেবে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান। ড্র অনুযায়ী গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান—ফলে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে নেপাল, ভুটান, স্বাগতিক মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-২০ পর্যায়ের সাফ চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত দুবার অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে প্রথম আসরে শিরোপা জেতে ভারত। সর্বশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই টুর্নামেন্টগুলো যুব সাফ হিসেবে পরিচিত। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০—এই তিন স্তরে পর্যায়ক্রমে আসর আয়োজন করা হয়। অনূর্ধ্ব-১৮ ও ১৯ বিভাগে ভারত দুইবার করে শিরোপা জিতলেও এ দুটি পর্যায়ে বাংলাদেশের এখনো কোনো শিরোপা নেই। তবে চারবার রানার্সআপ হয়ে সম্ভাবনার জানান দিয়েছে তারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD