Logo

সাফ ফুটসালে নারী দলের শিরোপা জয়, প্রধান উপদেষ্টার অভিনন্দন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ২০:৪৩
সাফ ফুটসালে নারী দলের শিরোপা জয়, প্রধান উপদেষ্টার অভিনন্দন
ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুর্দান্ত নৈপুণ্য আর আক্রমণাত্মক খেলায় মালদ্বীপকে বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই গৌরবময় সাফল্যে দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের অসাধারণ পারফরম্যান্স দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তাদের এই অর্জন প্রমাণ করে যে, নারী ক্রীড়াবিদরা দক্ষতা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা সমুন্নত রাখতে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, এই বিজয় শুধু একটি ট্রফি জেতার ঘটনা নয়; বরং এটি দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মেয়েদের এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড়কে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন

বিজয়ী দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য ও উন্নতি কামনা করেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একতরফা খেলায় ১৪-২ গোলের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ দল। এই জয়ের মধ্য দিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে তারা, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের মেয়েদের এই উজ্জ্বল সাফল্য ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। দেশের ফুটবল অঙ্গনে এটি ভবিষ্যতের আরও বড় সাফল্যের ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD