মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুর্দান্ত দাপট দেখিয়ে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে সাবিনা খাতুনের দল শুধু ট্রফিই জেতেনি, গড়েছে রেকর্ডও। এর আগে পাকিস্তানকে ৯–১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু শিরোপা নিশ্চিত করার ম্যাচটিকেও তারা রূপ দিয়েছে গোল উৎসবে।
বিজ্ঞাপন
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় মালদ্বীপ। তৃতীয় মিনিটে গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ছয় মিনিটের মাথায় সাবিনা খাতুনের ফ্রিকিকে সমতায় ফেরে দল। যদিও ম্যাচের সপ্তম মিনিটে একটি পেনাল্টি মিস করেন অধিনায়ক সাবিনা, তবুও তার নেতৃত্বে আক্রমণের ঝড় থামেনি।
১৩ মিনিটে আবারও সাবিনার ফ্রিকিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার ও নওশন গোলের ধারায় প্রথমার্ধেই ৬–১ ব্যবধানে এগিয়ে যায় দল।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুধার্ত বাংলাদেশ। খেলা শুরুর পরপরই হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। পরে নিজের চতুর্থ গোলসহ দলের লিড বাড়াতে থাকেন তিনি। সুমাইয়া, নিলুফার নিলা, মেহেনুর আক্তার ও মাসুরা পারভীনও গোলের খাতায় নাম লেখান। কৃষ্ণা রানী ও লিপিও একাধিক গোল করেন।
শেষ পর্যন্ত ১৪–২ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সাবিনা খাতুনের নেতৃত্বে টানা তৃতীয় সাফ শিরোপা ঘরে তুলল বাংলাদেশ নারী দল—যা দেশের নারী ফুটবলের জন্য আরেকটি গৌরবময় অধ্যায়।








