বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইশতিয়াক সাদেক। দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কথা উল্লেখ করে তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভার আগে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিনের গুরুত্বপূর্ণ সভায় তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে তার মধ্যে কিছুটা অসন্তোষ ছিল। পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো বড় দায়িত্বে থেকেও প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে না পারায় তিনি নিজেই সরে যাওয়াকেই উপযুক্ত মনে করেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কথা বলতে গিয়ে ইশতিয়াক সাদেক বলেন, দায়িত্ব পালনে নিজের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি পদত্যাগ করেছি। গেম ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগে থেকেও যথেষ্ট সময় দিতে পারছি না—এটা আমার কাছে অস্বস্তিকর লাগছিল। নিজের কাছে নিজেই দায়বদ্ধতা অনুভব করেছি।
তিনি আরও বলেন, তার স্থলাভিষিক্ত যিনি হবেন, তিনি আরও সময় ও পরিকল্পনা দিয়ে বিভাগটিকে এগিয়ে নিতে পারবেন বলেই তার বিশ্বাস। নতুন নেতৃত্বের মাধ্যমে এই বিভাগে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
বোর্ডের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে সাদেক স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো বিষয় নেই। বোর্ডের কারও সঙ্গে আমার কোনো মতবিরোধ বা সমস্যা নেই। সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।
ইশতিয়াক সাদেকের এই পদত্যাগে বিসিবির পরিচালনা পর্ষদে একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হলো। এখন তার জায়গায় নতুন দায়িত্বপ্রাপ্ত কে আসবেন, তা নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।








