Logo

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৬:৪২
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আইসিসি সরিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বিজ্ঞাপন

গত ২১ জানুয়ারি আইসিসি ভার্চুয়াল সভায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। বাংলাদেশকে তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে তারা অনড় থাকায় অবশেষে আইসিসি বাংলাদেশকে সরিয়ে দেয়।

ক্রিকবাজ জানায়, বাংলাদেশ না খেললে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় ম্যাচ খেলবে। এরপর তারা মুম্বাইয়ে নেপালের সঙ্গে শেষ ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

আজ (শনিবার) ইন্ডিয়া টুডে জানতে পেরেছে, বাংলাদেশকে ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি জানিয়ে দিয়েছে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।

বিজ্ঞাপন

তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে এই সমস্যা সমাধানের জন্য দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD