আপিল বাতিল, বিসিবির সামনে এখন যে পথ খোলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির প্রস্তাব অগ্রাহ্য করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাদের অবস্থান অটল রয়েছে। এর ফলে বিসিবি স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি)-র কাছে আপিল করেছিল, তবে তাতেও কোনও সমাধান হয়নি। এখন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিসিবির সামনে একমাত্র বিকল্প হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়া বাকি রয়েছে।
বিজ্ঞাপন
ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরসি আপিল শুনতে পারে না। তাই শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন বাবর ও শাহিন
সম্প্রতি বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিসিবির এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তারা সব বিকল্প যাচাই করার পরই সিদ্ধান্ত নেবে। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির কাছে আপিল করা সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।
বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আর্থিকভাবে ক্ষতি হবে বিসিবির। তবে খেলোয়াড়দের নিরাপত্তা ও সরকারের সিদ্ধান্ত অনুসারে ভারতে যাবে না টাইগাররা। ফলে বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তের দাঁড়িয়ে বিসিবি। এখনও শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতে যাবে কিনা সেটাই দেখার বিষয়।
বিজ্ঞাপন








