Logo

অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন বাবর ও শাহিন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৮
অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন বাবর ও শাহিন
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরছেন তারকা ব্যাটার বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবর ও শাহিনকে পাওয়া যায়নি। ওই সময় তারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যস্ত ছিলেন। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত এই দুই তারকা।

অন্যদিকে, বিগ ব্যাশে অংশ নেওয়া আরও দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। তবে দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান। গত মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া খাওজা নাফেও আছেন ঘোষিত দলে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের সবকটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাওজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD