Logo

শেখ হাসিনা ভারতে নিরাপদ হলে ক্রিকেটাররা কেন নয়?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৭
শেখ হাসিনা ভারতে নিরাপদ হলে ক্রিকেটাররা কেন নয়?
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ, এমনকি সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সম্মতি দেয়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক সহিংসতার ঘটনায় দেশটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। বিশেষ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনার পর ভারতের কট্টর হিন্দুত্ববাদী মহলের প্রতিক্রিয়াকে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত হিসেবে দেখছে বাংলাদেশ।

তবে এই যুক্তি মানতে নারাজ মনোজ তিওয়ারি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির নয়, বরং এটি রাজনৈতিক পর্যায় থেকে এসেছে। তার দাবি, সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী নিরাপত্তা ঝুঁকির কথা বললেও বোর্ড সভাপতি তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। অথচ সাধারণত ক্রিকেট বোর্ডগুলো স্বায়ত্তশাসিতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিজ্ঞাপন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রসঙ্গ টেনে মনোজ বলেন, ৫ আগস্টের পর দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছে। সেই সময়ের পরিপ্রেক্ষিতেই প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই বিষয়টিকেই সামনে এনে মনোজ তিওয়ারির প্রশ্ন—যদি একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতে নিরাপদে থাকতে পারেন, তাহলে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া কেন সম্ভব হবে না?

তিনি বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে এসে নিরাপদে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে পর্যাপ্ত নিরাপত্তা ও আশ্রয় দিয়েছে। তার মতে, একজন সাবেক রাষ্ট্রপ্রধান যদি এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হওয়া উচিত।

বাংলাদেশের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে খেলোয়াড়রাই—এমনটাই মনে করেন মনোজ তিওয়ারি। তার মতে, বিশ্বকাপে অংশগ্রহণ প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় দেশের হয়ে খেলতে চায়। কিন্তু এই সিদ্ধান্ত তাদের হাতে নেই। আইসিসির অবস্থানও পরিষ্কার—খেলতে হবে, না হলে সরে যেতে হবে,” বলেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ভারতের দৈনিক দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।

বিজ্ঞাপন

ফারুকীর মতে, এসব ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করলে স্পষ্ট হয় যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব। তার ভাষায়, “এই বাস্তবতার মধ্যেই মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তা উদ্বেগকে হালকাভাবে দেখার সুযোগ নেই।”

সব মিলিয়ে, বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা, রাজনীতি ও ক্রীড়ার জটিল সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। ক্রিকেট মাঠের বাইরের বাস্তবতা যে মাঠের সিদ্ধান্তেও বড় প্রভাব ফেলছে, তা স্পষ্ট হয়ে উঠছে এই বিতর্কে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD