Logo

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ল রাজশাহী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৯:৫৬
তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ল রাজশাহী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম অসাধারণ পারফরম্যান্সে নতুন রেকর্ড গড়েছেন। ফাইনালে তৃতীয়বার সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি ব্যাটার বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ তিনটি ফাইনাল সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। ফলে চট্টগ্রাম রয়্যালসকে জয়ের জন্য করতে হবে ১৭৫ রান।

ম্যাচে রাজশাহীর উড়ন্ত সূচনা আসে ওপেনিং জুটিতে তানজিদ ও সাহিবজাদার ৮৩ রানের জুটিতে। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে নামা কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে আউট হন শরিফুল ইসলামের বলে।

বিজ্ঞাপন

তানজিদ এই ইনিংসে ১০০ রান করেন মাত্র ৬২ বলে, যার মধ্যে ছয়টি চার এবং সাতটি ছয় রয়েছে। তানজিদের সেঞ্চুরি বিপিএলের এবারের আসরে তার চতুর্থ সেঞ্চুরি, এবং ফাইনালে তৃতীয়বার সেঞ্চুরি হাঁকার রেকর্ড গড়েছেন। এছাড়া জিমি নিশাম ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রাম রয়্যালসের বোলিংয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম ছিলেন সফল, ৪ ওভারে দুটি উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

রাজশাহীর এই শক্তিশালী স্কোর তাদের জন্য ফাইনালে জয়ের দিকে বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD