`নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচের জন্য ভারতের মাটিতে খেলার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে একাধিকবার চিঠি দেয়, কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি। শেষ পর্যন্ত দেশের নিরাপত্তা বিবেচনায় ভারতে গিয়ে খেলার সম্ভাবনা বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
এই প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগকে বিবেচনা করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গের এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।”
বিশ্বকাপ ইস্যুর সূত্রপাত মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা থেকে। ভারতের কিছু চরমপন্থী হিন্দু নেতাদের হুমকির কারণে তার নিরাপত্তা ঝুঁকি থাকার কথা জানিয়ে তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই বিসিবি ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে নিরাপত্তা উদ্বেগ উত্থাপন করে।
বিজ্ঞাপন
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “ভারতের সাম্প্রতিক ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করলে দেখা যায়, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।”
এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শূন্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।








