শিরোপা জয়ের লড়াইয়ে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

বিপিএল ২০২৬-এর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালস টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে এবং রাজশাহী ওয়্যারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিজ্ঞাপন
চলতি আসরে ফাইনালে থাকা দুই দল রাজশাহী ও চট্টগ্রাম ইতিমধ্যেই তিনবার মুখোমুখি হয়েছে। লিগপর্বে তারা এক একটি ম্যাচ জিতেছে। তবে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রাজশাহীর বিরুদ্ধে জয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে। রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়েছে।
চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী ফাইনালে শিরোপা জয়ের আশা প্রকাশ করে বলেন, সবাই শিরোপার স্বপ্ন দেখে এবং যেকোনো দল যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। প্রত্যেক ক্রিকেটারের মধ্যে শিরোপা জয়ের ক্ষুধাটা আছে।
বিজ্ঞাপন
তবে তিনি রাজশাহী দলের প্রশংসাও করেছেন এবং বলেছিলেন, রাজশাহী একদম ভারসাম্যপূর্ণ এবং বিপিএলের অন্যতম সেরা দল। তাদের সব বিভাগেই ভালো প্লেয়ার রয়েছে এবং তারা পুরো আসর জুড়েই ভালো পারফরম্যান্স করেছে।
আজকের ফাইনাল ম্যাচে দুদলই সেরাটা দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ এই দ্বন্দ্বের অপেক্ষা এখন শুরু।
বিজ্ঞাপন
চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।
রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফঅর সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।








