ফের আইসিসিতে চিঠি: ভেন্যু ইস্যুতে স্বাধীন কমিটির দ্বারস্থ বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে সেই ভেন্যু পরিবর্তনের দাবিতে আবারও আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে বোর্ড।
বিজ্ঞাপন
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এর আগে বিসিবিকে জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে খেলতেই হবে এবং দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতিতে তারা ভারতে দল পাঠাতে রাজি নয়।
গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই অবস্থানেই অটল থেকে বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বিষয়টি স্বাধীন কমিটির মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হোক। আইসিসির বিতর্কিত বা জটিল বিষয়গুলো সাধারণত স্বাধীন আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি পর্যালোচনা করে থাকে।
বিজ্ঞাপন
এর আগে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহআয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। তবে প্রাথমিক আলোচনার পর সেই অনুরোধ নাকচ করে আইসিসি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের দাবিতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন। স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে বিষয়টি তোলার অনুরোধ সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এখন নজর আইসিসির সিদ্ধান্তের দিকে—স্বাধীন কমিটি এই বিরোধের কী সমাধান দেয়, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার পরবর্তী দিক।








