Logo

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:০৭
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের নারী দল পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে। এ জয় বাংলাদেশের শিরোপার পথে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে ৭টি দেশ অংশগ্রহণ করছে, যেখানে ৬ ম্যাচের পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দল ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে, যা সবার উপরে। ভারতের চার ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে।

আজ দিনের শেষ ম্যাচে যদি ভারত-ভুটান ম্যাচটি ড্র হয়, তবে বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকলেও শিরোপা নিশ্চিত করবে। বাংলাদেশ যদি শেষ ম্যাচে হারে এবং ভারত জেতে, তবুও হেড-টু-হেড নিয়মে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে, ভারত-ভুটান ম্যাচ ড্র না হলে বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে খেলেই শিরোপা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

খেলায় বাংলাদেশের দাপট প্রথমার্ধেই প্রকাশ পায়। প্রথমার্ধে দল ৬-০ গোলে এগিয়ে যায়। অধিনায়ক সাবিনা খাতুন প্রথম গোলের পাশাপাশি প্রথমার্ধের শেষ গোলও করেন। এছাড়া নুসরাত জোড়া, নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আক্রমণ অব্যাহত থাকে। পাকিস্তান এক গোল করলেও আরও তিনটি গোল হজম করে। এই অর্ধেও সাবিনা খাতুন জোড়া গোল করেন, আর কৃষ্ণা একটি গোল করেন। ধারাভাষ্যকারও পুরো ম্যাচজুড়ে সাবিনা খাতুনের খেলার প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের এই বড় জয় টুর্নামেন্টে দলকে শীর্ষে রেখেছে এবং শিরোপার পথে আরও দৃঢ় করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD