Logo

বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনে থাকছে চমক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১৮:৪২
বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনে থাকছে চমক
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছে বিপিএলের ট্রফি। প্রায় ২৫ হাজার ডলার ব্যয়ে নির্মিত ট্রফিটি এখনো জনসম্মুখে আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, ম্যাচ শুরুর আগেই বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হবে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে থাকছে বিশেষ চমক। তবে কী ধরনের চমক থাকছে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, ফাইনালের দিন দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এবারের ফাইনালে থাকছে না কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবর্তে আয়োজন করা হবে সীমিত পরিসরে আতশবাজি ও লেজার শো।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে এলিমিনেটরে রংপুরকে পরাজিত করে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেটকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটে রাজশাহী ওয়ারিয়র্স।

বিজ্ঞাপন

সব মিলিয়ে জমজমাট লড়াই ও চমকপ্রদ আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এবারের বিপিএল।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD