Logo

বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৬, ১৫:০৯
বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান
ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে— এমন সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর বিষয়ে আইসিসি যদি নমনীয় অবস্থান না নেয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিতে পারে।

মূলত নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানায়। এই দাবি পূরণ না হলে বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান নেয় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ২০০৯ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তানও একই পথে হাঁটতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এই টানাপোড়েনের সূত্রপাত হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তিভুক্ত করেও পরে বাদ দেওয়ার ঘটনায়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে পরবর্তী আইপিএল মৌসুমের সম্প্রচার বন্ধের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও সামনে আসে।

তবে আইসিসি বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে বিসিবিও নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভারতের ভেন্যুতে খেলতে সম্মত নয়।

বিজ্ঞাপন

এই অবস্থায় বাংলাদেশের সামনে দুটি কঠিন বিকল্প রয়ে গেছে— দাবি প্রত্যাহার করে বিশ্বকাপে অংশ নেওয়া অথবা টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যাওয়া। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ অংশ না নিলে তাদের পরিবর্তে অন্য দল অন্তর্ভুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD