টুর্নামেন্টজুড়ে মিরাজের ফর্মহীনতা, যা বলছেন সিলেট কোচ

সিলেট টাইটান্স ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছে তাদের বিপিএল অভিযান। কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর পারফরম্যান্স নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ব্যাট-বলে মিরাজের অবনতি স্পষ্টভাবে দেখা গেছে।
বিজ্ঞাপন
দলটির প্রধান কোচ সোহেল ইসলাম সংবাদ সম্মেলনে সরাসরি মন্তব্য করেছেন, “গত বছর মিরাজ যেভাবে খেলে গেছে, এবার সে সেই মানদণ্ড বজায় রাখতে পারেনি। অধিনায়কত্বের চাপও তার ওপর ছিল, যা মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে।”
তিনি আরও বলেন, “যখন একটি টুর্নামেন্ট শুরু হয়, শুরুটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সূচি এমন ছিল যে একটার পর একটা ম্যাচ খেলতে হয়েছে, খারাপ করলে নতুন করে বিশ্লেষণের সময় পাওয়া যায়নি। এই ব্যস্ত সূচি ব্যাটিংয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
বিজ্ঞাপন
ভবিষ্যতের পরিকল্পনাও স্পষ্ট করে দিয়েছেন কোচ সোহেল, “বোর্ডের অধীনে অনুশীলন শুরু হলে আমরা দেখব কিভাবে মিরাজকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলা যায়। পরবর্তী সময়ে এই জায়গাগুলোতে কাজ করা হবে।”








