Logo

শিরোপা জয়ে ম্যাচ না খেলা ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন শান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮
শিরোপা জয়ে ম্যাচ না খেলা ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন শান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফেভারিটের তকমা নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। তারকা নির্ভরতার পরিবর্তে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠনে গুরুত্ব দেয় রাজশাহী। টুর্নামেন্টজুড়ে অনেক ক্রিকেটার নিয়মিত সুযোগ না পেলেও দলের ভেতরের পরিবেশ ছিল ইতিবাচক—যার কৃতিত্ব অধিনায়ক শান্ত ম্যাচ শেষে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, একাদশ নির্বাচন করা সহজ ছিল না। তিনি বলেন, “অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পেশাদার জায়গা থেকে দলের জন্য যেটা প্রয়োজন ছিল সেটাই করার চেষ্টা করেছি। জিসান আলম, ওয়াসি সিদ্দিকী, শাখির শুভ্ররা একটা ম্যাচও খেলেনি, কিন্তু তাদের আচরণে কখনো মনে হয়নি তারা হতাশ।”

মাঠে নামার সুযোগ না পেলেও দলীয় সাফল্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজশাহীর অধিনায়ক। শান্ত বলেন, “মাঠে না নামলেও তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। শিরোপা জয়ের পেছনে এই বিষয়গুলোই বড় ভূমিকা রেখেছে। অধিনায়ক হিসেবে এসব পরিস্থিতি সামলানো কঠিন ছিল, তবে যারা খেলেনি তারা যেভাবে আমাকে ও দলকে সাপোর্ট করেছে, তাতে কাজটা সহজ হয়ে গেছে। এই ধরনের মানসিকতাই ভবিষ্যতে একজন ক্রিকেটারকে বড় খেলোয়াড় বানায়।”

বিজ্ঞাপন

এবারের বিপিএলে ট্রফিতেও ছিল ভিন্নতা ও নতুনত্ব। ফাইনালের আগপর্যন্ত আড়ালে থাকা এই ট্রফি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। তিনি বলেন, “নতুনত্ব ভালো লেগেছে। দিনশেষে ট্রফি কেমন সেটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো কীভাবে শিরোপা জেতা যায়। তবে নতুন কিছু এসেছে, সেটা ভালো লাগার।”

এ সময় তরুণ ক্রিকেটার জিসান আলমকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, “আমি জানি না কতটা নিজেকে সংযত রাখতে পেরেছি, তবে চেষ্টা করি ম্যাচ খেলি বা না খেলি—দলকে সর্বোচ্চটা দিতে। গত এক মাসে জিসানকে যেভাবে দেখেছি, ওর ক্যারেক্টার দুর্দান্ত। ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া, প্রক্রিয়ার মধ্যে থাকা এবং দলের ভালো চিন্তা করা—এই বিষয়গুলো তরুণদের জন্য খুব জরুরি।”

বিজ্ঞাপন

শান্ত আরও বলেন, “এক-দেড় বছর আগের জিসান আর এবারের জিসানের মধ্যে অনেক পার্থক্য দেখছি। প্রতিদিন ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকাটা ওর বড় গুণ। ভবিষ্যতে সে অধিনায়ক হিসেবেও দলকে জেতাতে পারে। দলের প্রতি এই নিবেদন ওকে অনেক দূর এগিয়ে নেবে।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD