সাকিবকে এখন থেকে জাতীয় দলে বিবেচনা করা হবে : বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী সিরিজ থেকেই সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বোর্ডের আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে—সাকিবের প্রাপ্যতা, শারীরিক সক্ষমতা এবং নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার বিষয়ে বিবেচনা করবে। এছাড়া, বৈশ্বিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে হলে প্রয়োজন অনুযায়ী তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে বিসিবি।
একই সঙ্গে সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড। তবে তার বিরুদ্ধে চলমান মামলা ও অন্যান্য আইনি বিষয় নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, ক্রিকেট অপারেশন্স সংক্রান্ত বৈঠকে চুক্তিবদ্ধ ২৭ জন খেলোয়াড়ের তালিকা নিয়ে আলোচনার সময় সাকিবের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, বোর্ডের এক পরিচালক প্রস্তাব দেন যে সাকিব দলে খেলতে আগ্রহী এবং তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও হয়েছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের জন্য বোর্ড সভাপতিকে অনুরোধ করা হয়েছে। সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকার যেভাবে দেখবে, সেটি তাদের এখতিয়ার হলেও বোর্ডের দৃষ্টিতে তাকে দলে ফেরাতে আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, সাকিব আল হাসান সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন গত বছরের ১ অক্টোবর। এরপর বিভিন্ন জটিলতায় তিনি দেশে ফিরতে পারেননি।








