আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াইয়ে যাচ্ছে না বিসিবি

দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়। বাংলাদেশের শূন্যস্থান পূরণে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
বিজ্ঞাপন
গত তিন সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফায় আলোচনা হয়। তবে ভেন্যু পরিবর্তনের সুযোগ না থাকায় বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকে। শনিবার আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বোর্ড জানায়, সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন না পাওয়ায় দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, নিরাপত্তা পরিস্থিতিই ছিল মূল বিবেচ্য বিষয়। তিনি জানান, সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আইসিসির সঙ্গে বৈঠক হলেও ভেন্যু পরিবর্তনের সুযোগ ছিল না। সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই বিসিবি আইসিসিকে জানায় যে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপে যাচ্ছে না বিসিবি।
বিজ্ঞাপন
বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সিদ্ধান্তটি কেবল বোর্ডের একক সিদ্ধান্ত নয়; বরং চারটি মন্ত্রণালয়ের সমন্বিত মূল্যায়নের ফল। তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ঝুঁকি এড়ানোর পক্ষে মত দেয়।
আরও পুড়ন: বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
তিনি আরও বলেন, সমর্থক, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হলেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানান তিনি। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই সরকার ঝুঁকি নিতে চায়নি বলেও উল্লেখ করেন বিসিবি পরিচালকরা।








