বিসিবির হারানো পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম বোর্ডের হারানো পদ ফিরে পেয়েছেন। সপ্তাহ খানেক আগে তাঁর একটি মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড় ওঠে। পরে বিসিবি নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়, কিন্তু নির্ধারিত সময়ে জবাব না পাওয়ায় ফাইন্যান্স কমিটি তাকে অব্যাহতি দেয়।
বিজ্ঞাপন
নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দেওয়ার পর নাজমুল ইসলাম ডিসিপ্লিনারি কমিটিকে নিজের অবস্থান উপস্থাপন করেন। বোর্ড তা সন্তোষজনক মনে করায় পদ পুনর্বহাল করা হয়।
গতকাল (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় নাজমুলের পদ পুনঃপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে। ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, “বোর্ডকে দেওয়া জবাবের কারণে পদ ফিরে পেয়েছি। এখন থেকে ফাইন্যান্স কমিটির কাজ চালিয়ে যেতে পারব।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৪ জানুয়ারি নাজমুল ইসলামের মন্তব্য ছিল—আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন, বোর্ডের নয়। এ মন্তব্যের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং বিপিএলের ম্যাচ স্থগিত ঘোষণা করে। পরে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর পরিস্থিতি শিথিল হয় এবং শর্তসাপেক্ষে খেলার ঘোষণা আসে।
নাজমুল ইসলামের পদ ফিরে পাওয়ার পর বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সুনিশ্চিত কাজের পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করা হয়েছে।








