Logo

বিসিবির সিদ্ধান্তের পর জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাকিব

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৫:০৯
বিসিবির সিদ্ধান্তের পর জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিজে আপাতত সংযত অবস্থান নিয়েছেন, জানিয়েছে সাকিব।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানতে চাইলে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জানান, “এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।”

আওয়ামী লীগের পতনের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি আর দেশে ফেরেননি।

বিজ্ঞাপন

গতকাল সাকিবকে ফেরানোর বিষয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, বোর্ডে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।

তিনি আরও জানান, সাকিবকে আবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

সাকিবের বিষয়টি কীভাবে বোর্ড সভার আলোচনায় আসে—সে প্রসঙ্গে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, ক্রিকেট অপারেশন্সের আলোচ্য সূচিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ও গ্রেডিং নিয়ে কথা হচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যাতে সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।

আসিফ আকবর আরও বলেন, “সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকারের বিষয়। বোর্ডের দৃষ্টিকোণ থেকে আমরা চাই তাকে দলে ফিরিয়ে আনা। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তার নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন ক্রিকেটার হয়তো আগামী বহু বছরেও আর পাওয়া যাবে না।”

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD