Logo

সাফ ফুটসালে ইতিহাস গড়া নারী দলকে অভিনন্দন জানাল তারেক রহমান

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ২০:৩১
সাফ ফুটসালে ইতিহাস গড়া নারী দলকে অভিনন্দন জানাল তারেক রহমান
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটসাল মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপকে বড় ব্যবধানে পরাজিত করে সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরেই শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই অসাধারণ সাফল্যে দলটির খেলোয়াড়দের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি নারী ফুটবলারদের কৃতিত্বের প্রশংসা করেন।

তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, নির্বাচনী ব্যস্ততার মাঝেও জাতীয় দলের এই অর্জন তাকে আনন্দিত করেছে। তিনি বলেন, দেশের জন্য এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।

পোস্টে তিনি নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লেখেন, প্রথমবারের মতো সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দলকে শুভেচ্ছা ও ভালোবাসা।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, নারী ক্রীড়াবিদদের আরও সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবে। নারী খেলোয়াড়দের লালন-পালন ও ক্ষমতায়নের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তভাবে করতে পারে।

উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো নারী ও পুরুষ—দুই বিভাগেই সাফ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করা হয়। অভিষেক আসরেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তারা একপ্রকার গোলবন্যা বইয়ে দেয়। ১৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করে শিরোপা। পুরো টুর্নামেন্টজুড়েই আক্রমণাত্মক ফুটবল ও দারুণ সমন্বয় প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছেন খেলোয়াড়রা।

নারী ফুটবল দলের এই ঐতিহাসিক সাফল্যে ক্রীড়াঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তায় ভাসছেন ফুটবলাররা। রাজনৈতিক অঙ্গন থেকেও তাদের প্রতি শুভেচ্ছা জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা জয়ে বাংলাদেশের নারী ফুটবল নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে—এমনটাই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD