সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার এখনও বাকি, জিতলেন আরেকটি সাফ

২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও বাফুফে কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষিত পুরস্কার পাননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটি ৯ নভেম্বর ২০২৪ তারিখে বসা প্রথম সভায় সাবিনা-কৃষ্ণাদের জন্য ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল।
বিজ্ঞাপন
তবে এখন পর্যন্ত ওই অর্থটি ফুটবলারদের হাতে পৌঁছায়নি। গত বছরের ২৩ নভেম্বর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। কেটে গেছে দুই মাস, তারপরও মেয়েরা অর্থ পাননি।
তাদের এই দীর্ঘ অপেক্ষার মধ্যে এবার নারী ফুটবল দল নতুন ইতিহাস গড়েছে—বাংলাদেশ প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। এই নতুন জয়ে প্রশ্ন উঠেছে, পুরস্কার কি আগের সাফ জয়ের মতো এবারও দ্রুত পাওয়া যাবে, নাকি আরও একটি সাফ জিততে হবে সাবিনাদের হাতে অর্থ পাওয়ার জন্য?
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থা ইতিমধ্যে পুরস্কার প্রদান করেছে। কিন্তু বাফুফে এখনও দায়িত্ব নেনি। বিশেষত পুরুষ দলের জন্য আগের সাফে সেমিফাইনাল খেলার পর বিশাল অঙ্কের পুরস্কার দেওয়ার সঙ্গে তুলনা করলে, নারী ফুটবল দল দীর্ঘ প্রতীক্ষার মুখোমুখি।
ফুটবলাররা দেশের ক্রীড়াজগতে সাফল্যের ধারা বজায় রাখলেও, ঘোষিত পুরস্কার বিতরণে সরকারি সংস্থার দেরি নিয়ে এখনও সংশয় এবং চাপে রয়েছে তাদের মনোবল।








