ইংল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে অলআউট বাংলাদেশ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। বুলাওয়েতে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছে জুনিয়র টাইগাররা।
বিজ্ঞাপন
ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে যায় ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
পুরো ইনিংসে কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। অধিনায়ক আজিজুল হাকিম যোগ করেন ২০ রান, আর উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহ করেন ২৫।
বিজ্ঞাপন
নিম্নক্রমে শাহরিয়ার আহমেদের ১৮ রান ইনিংসটিকে কিছুটা এগিয়ে নেয়, তবে দলীয় স্কোর দেড়শ পার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন সেবাস্তিয়ান মরগান, যিনি নেন ৩টি উইকেট। এছাড়া রালফি আলবার্ট ও ম্যানি লুমসডেন নেন ২টি করে উইকেট।
স্বল্প পুঁজি নিয়ে এখন বোলারদের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। ম্যাচে টিকে থাকতে হলে বল হাতে অসাধারণ পারফরম্যান্সই হতে পারে একমাত্র ভরসা।








