Logo

পাকিস্তানের বিশ্বকাপ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত শুক্র বা সোমবার

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
পাকিস্তানের বিশ্বকাপ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত শুক্র বা সোমবার
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া পোস্টে।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক সরগরম শুরু হয়। একদিন আগে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হলেও বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান নাকভি। তবে পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে রাখা হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বৈঠকের পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কিন্তু কিছুক্ষণ পরে ওই প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। পরে নাকভি এক্সে পোস্টে জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এক্স পোস্টে নাকভি লেখেন, “আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।”

এর আগে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন নাকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেছেন মহসিন নাকভি।”

বিজ্ঞাপন

পেছনের প্রেক্ষাপটটি হলো, বাংলাদেশ নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলেনি। তারা আইসিসিকে অনুরোধ করেছিল, ম্যাচগুলো অন্য দেশে, যেমন শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। যদিও আইসিসি কোনো নিরাপত্তা ঝুঁকি খুঁজে পায়নি, তবুও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল ছিল। পরে ক্রিকেটের শীর্ষ সংস্থা স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে।

এই পুরো সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে ছিল। পিসিবি চেয়ারম্যান নাকভি জানিয়েছেন, পাকিস্তানের সিদ্ধান্তও সরকারের অনুমোদনের ওপর নির্ভরশীল, এবং তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে।

জেবি/জেএইচআর/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD