Logo

সাফ ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন বৃহস্পতিবার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৮:২০
সাফ ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার নতুন আসর সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীদের দল।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। পুরো আসরজুড়েই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে নারী দলটি।

ফুটসাল দলের ম্যানেজার ইমরানুর রহমান জানিয়েছেন, পুরুষ দল মঙ্গলবার বিকেল সোয়া চারটায় ঢাকায় পৌঁছাবে। আর নারী দল একই সময় বৃহস্পতিবার দেশে ফিরবে।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো আয়োজিত এই সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছেলে ও মেয়ে—দুই বিভাগেই অংশ নেয়। ছেলেদের দল সাত দলের মধ্যে পঞ্চম হয়েছে। তারা ছয় ম্যাচে দুটি জয় ও একটি ড্র করে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে।

অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ ছিল একচ্ছত্র আধিপত্যে। ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে আউটডোর ফুটবলেও দক্ষিণ এশিয়ায় টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। এবার ফুটসালেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সাবিনারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD