Logo

পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন কেন রিচার্ডসন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৫:১৯
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন কেন রিচার্ডসন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার কেন রিচার্ডসন পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘‘এই বিবিএল (বিগ ব্যাশ লিগ) থেকে আমি আমার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। ২০০৯ সালে অভিষেকের পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সঠিক সময়।’’

বিজ্ঞাপন

রিচার্ডসন তার ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছেন, ‘‘আমি আমার কোচ, প্রশাসন এবং সতীর্থদের ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ সাউথ অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরি ক্লাবের কর্তৃপক্ষকে।’’

‘‘আমি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি এবং কখনো কারো থেকে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একজন ভালো ক্রিকেটার হওয়া, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই সব করেছি।’’

বিজ্ঞাপন

২০০৯ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে অভিষেক হওয়া রিচার্ডসন দেশের হয়ে খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় করেছিলেন অস্ট্রেলিয়া দলের অংশ হয়ে।

এছাড়া রিচার্ডসন ঘরোয়া ক্রিকেটেও সক্রিয় ছিলেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ছাড়াও তিনি খেলেছেন আইপিএলের চারটি আসরে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেড টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতেও তার অভিজ্ঞতা রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD