Logo

বার্সেলোনার ‘রত্ন’কে কেড়ে নিলো পিএসজি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৫
বার্সেলোনার ‘রত্ন’কে কেড়ে নিলো পিএসজি
ছবি: সংগৃহীত

বার্সেলোনার উজ্জ্বল কিশোর মিডফিল্ডার দ্রো ফের্নান্দেজ প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন। ৮২ লাখ ইউরোতে এই চুক্তি সম্পন্ন হওয়ায় কাতালুনিয়াতে ক্ষোভ ও হতাশার পরিবেশ সৃষ্টি হয়েছে। বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা মৌখিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন এবং দলবদলকে ‘অপ্রীতিকর বিস্ময়’ হিসেবে বর্ণনা করেছেন।

বিজ্ঞাপন

পিএসজি সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা থেকে ফের্নান্দেজকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ২৭ নম্বর জার্সি পরে তিনি ২০৩০ পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন। চুক্তি নিশ্চিত হওয়ার পর ফের্নান্দেজ বলেন, “আমি পিএসজিতে যোগ দিতে পেরে গর্বিত। আমার জন্য এবং আমার পরিবারের জন্য এটি বিশাল মুহূর্ত। ছোটবেলা থেকেই পিএসজি অনুসরণ করেছি এবং এখানে ইতিহাস গড়েছে কিছু লিজেন্ড। এখন আমি রোমাঞ্চিত এবং আমার সেরাটা দিতে মুখিয়ে আছি।”

বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই কিশোরকে প্রথম দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছিল। দক্ষিণ কোরিয়ায় বার্সার প্রাক-মৌসুমে সিনিয়র স্কোয়াডের সঙ্গে ট্রেনিং করেছেন তিনি। সেপ্টেম্বরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে লা লিগায় অভিষেক হয়, পরের মাসে চ্যাম্পিয়নস লিগেও প্রথম খেলা খেলেন। এখন পর্যন্ত বার্সার হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন, যার চারটি লা লিগায়।

বিজ্ঞাপন

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা বলেন, “এটি অপ্রীতিকর পরিস্থিতি। আমরা দ্রোকে নিয়ে একটি নতুন সমাধানে পৌঁছাতে চাচ্ছিলাম, কিন্তু তার এজেন্ট হঠাৎ জানায় সে মৌখিক চুক্তি রক্ষা করতে পারবে না। এটি আমাদের জন্য বিস্ময় ও হতাশার বিষয়।”

দ্রো ফের্নান্দেজের হঠাৎ এই দলবদল বার্সার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তার উপস্থিতি প্রথম দলে ইতিমধ্যেই প্রভাব ফেলছিল এবং ভবিষ্যতের পরিকল্পনাতেও তাকে কেন্দ্র করে কাজ করা হচ্ছিল।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD