Logo

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল, ব্যাখ্যা চেয়েছে বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৫
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল, ব্যাখ্যা চেয়েছে বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কাভারেজে বাংলাদেশের সাংবাদিকদের জন্য আইসিসি (ICC) যে অ্যাক্রিডিটেশন বাতিল করেছে, তার কারণ জানতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে ইমেইল পাঠিয়েছে। আজ (মঙ্গলবার) সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, “গত সোমবার এই সিদ্ধান্ত এসেছে। এরপর আমরা ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি ভিতরের গোপনীয়তা সংক্রান্ত হলেও আমরা জানতে চেয়েছি।”

অ্যাক্রিডিটেশন বাতিল প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, “গণমাধ্যমকর্মীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি, তারপরও আমাদের সাংবাদিকরা কাভার করতে গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশের দল না থাকলেও সাংবাদিকরা নিয়মিত কাভার করেন। পূর্ণ সদস্য হিসেবে আমাদের সাংবাদিকদেরও সেই সুযোগ থাকা উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, তাই না খেলে হলেও বিশ্বকাপ কভার করার সুযোগ থাকা উচিত ছিল।”

বিজ্ঞাপন

তবে তিনি স্পষ্ট করেছেন, বিশ্বকাপে না খেলা এবং অ্যাক্রিডিটেশন বাতিলের বিষয়টি এক নয়। আমজাদ বলেন, “আমরা নিরাপত্তা কারণে কিছু নির্দিষ্ট ভেন্যুতে খেলতে পারবো না বলে শর্ত দিয়েছিলাম, পুরো বিশ্বকাপ থেকে সরে আসিনি। আমাদের বিকল্প অনুরোধ পূরণ হয়নি। সেই কারণে আমরা অংশ নেই। অন্য কোনো বিষয়কে এর সঙ্গে মেলানো ঠিক হবে না।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD