Logo

বিশ্বকাপে নতুন মোড়: ফেরানো হতে পারে বাংলাদেশকে!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১০
বিশ্বকাপে নতুন মোড়: ফেরানো হতে পারে বাংলাদেশকে!
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অনিশ্চয়তায় নতুন মোড়ের ইঙ্গিত মিলেছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে সম্প্রতি টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ আবারও বিশ্বকাপে ফিরতে পারে। এই সম্ভাবনা নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশকে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে বিসিবির দাবির আলোকে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। এতে লজিস্টিক চ্যালেঞ্জ সামাল দেওয়া তুলনামূলক সহজ হবে।”

আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে বাছাইপর্ব থেকে বাদ পড়া সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল সুযোগ পায়—যেমন বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা পেয়েছে। তবে হিন্দুস্তান টাইমসের দাবি, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

বিজ্ঞাপন

যদি এমন সিদ্ধান্ত হয়, তাহলে গ্রুপ বিন্যাস ও ভেন্যু ব্যবস্থাপনায় নতুন সমন্বয় প্রয়োজন হবে। পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে—এই সূচি অনুযায়ী বাংলাদেশকেও একই ভেন্যুতে খেলানোর যুক্তি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

বিশ্লেষকদের মতে, এমন সম্ভাবনার খবর পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশকে সমর্থন জানিয়ে বয়কটের পথে গেলে শেষ পর্যন্ত তারাই যদি পাকিস্তানের স্থলাভিষিক্ত হয়, তবে সেটি পিসিবির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন নজর পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে—সেটিই নির্ধারণ করতে পারে বাংলাদেশ বিশ্বকাপ সমীকরণে আবারও ফিরবে কি না।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD