Logo

নেদারল্যান্ডসেও বিশ্বকাপ বয়কটের দাবি, ইউরোপজুড়ে উত্তেজনা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৩:৪৬
নেদারল্যান্ডসেও বিশ্বকাপ বয়কটের দাবি, ইউরোপজুড়ে উত্তেজনা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশে বয়কটের ডাক উঠেছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে কেন্দ্র করে এ ধরনের দাবি তোলা হচ্ছে।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসে বিশ্বকাপ বয়কটের পিটিশনে ইতিমধ্যে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনে বলা হয়েছে, “একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে আমাদের ফুটবলাররা অংশ নেওয়া উচিত নয়, যিনি মিত্রদেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। অংশগ্রহণ করলে ট্রাম্পের নীতিকে বৈধতা দেওয়া হবে।”

এর আগে জার্মানি এবং ফ্রান্স থেকেও একই ধরনের বয়কটের দাবি উঠেছে। বেলজিয়ামের ক্ষেত্রেও বিশ্বকাপ বয়কটের বিষয়টি আলোচনায় এসেছে, যদিও দেশটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। গ্রুপ পর্বে বেলজিয়ামের দুইটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানিয়েছে, “আমরা এখন বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি, তবে খেলাধুলার বাইরের পরিস্থিতিতেও সতর্ক নজর রাখছি।” পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য চাওয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। এ নিয়ে বেলজিয়াম ফেডারেশন শিগগিরই তাদের সমর্থক সংগঠন ‘১৮৯৫’-এর সঙ্গে বৈঠক করবে।

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD