টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে সাত নম্বরে মুস্তাফিজ

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান খেলেছেন দারুণ বছর। এবার সেই পারফরম্যান্সের প্রতিফলন পেলেন আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে। নতুন হালনাগাদ অনুযায়ী মুস্তাফিজ সপ্তম স্থানে উঠে এসেছেন, যেখানে আগের হালনাগাদের আগে অবস্থান ছিল আট নম্বরে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।
বিজ্ঞাপন
সেরা দশে আরও কিছু পরিবর্তন এসেছে। আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান পাঁচ ধাপ লাফ দিয়ে নয় নম্বরে উঠে এসেছেন (৬৫৬ পয়েন্ট)। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে (৬৯১ পয়েন্ট) অবস্থান করছেন। এছাড়া নাথান এলিস নয় থেকে আট নম্বরে উন্নীত হয়েছেন।
আরও পড়ুন: অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
সেরা চারে কোনো পরিবর্তন হয়নি। ভারতের বরুণ চক্রবর্তী ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। আফগানিস্তানের রশিদ খান দ্বিতীয় স্থানে (৭৩৭ পয়েন্ট), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে (৭০২ পয়েন্ট) এবং নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি চতুর্থ স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
মুস্তাফিজের এই র্যাঙ্কিং উন্নতি তার কাটার মাস্টার খ্যাতি এবং গত বছর বল হাতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।








