Logo

অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ২০:৩২
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পুনরায় জাতীয় দলে যোগদানের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে আলোচনা চলছে। ২৪ জানুয়ারি বোর্ড সভায় নীতিগতভাবে সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে আবারো বাংলাদেশের জার্সিতে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে উঠেছে।

সাকিব দেশের মাটিতে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ৫ আগস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে ইচ্ছা প্রকাশ করলেও মাঠে নামতে পারেননি। পরবর্তীতে পাকিস্তান ও ভারত সফরে জাতীয় দলে ছিলেন না। এক পর্যায়ে পরিকল্পিত অবসরের কথাও উঠেছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি এখনও একটি সিরিজ ভালোভাবে খেলেই অবসর নিতে চান। তার ভাষ্য, এই কারণে এখনও ক্রিকেট খেলছি। যদি একটি সিরিজ খেলেই শেষ করতে পারি, তা আমার জন্য ভালো লাগবে।

বিসিবির বোর্ড সভায় ২৪ জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারের কাছেও সাকিবকে ফেরানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছেন, দেশের মাটিতে সাকিবকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ২৭ জানুয়ারি বলেন, জি আলোচনা চলমান আছে।

সাকিব আল হাসানের জাতীয় দলে সম্ভাব্য ফেরা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য নতুন উত্তেজনার খবর, যা আগামী সিরিজগুলোতে দলের পারফরম্যান্সের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD