Logo

ভারতে বাড়ছে নিপাহ ভাইরাস, টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৬:১৭
ভারতে বাড়ছে নিপাহ ভাইরাস, টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই বৈশ্বিক ক্রিকেট আসরের। তবে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নিপাহ ভাইরাসে নতুন করে আক্রান্তের ঘটনা সামনে আসায় বিশ্বকাপের প্রস্তুতি, লজিস্টিকস এবং আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বৃহৎ পরিসরের এ আয়োজন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে— এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং জরুরি স্বাস্থ্য প্রোটোকল আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিশ্বকাপের সময়সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শক উপস্থিতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। সংক্রমণ বাড়লে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা বা কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থা চালুর প্রয়োজন হতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ প্রস্তুতি এক অনিশ্চিত পর্যায়ে রয়েছে বলে সূত্রের দাবি।

বিজ্ঞাপন

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরো পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। সংক্রমণের অগ্রগতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD