শেষ মুহূর্তে সুযোগ: ভিসা জটিলতায় চিন্তিত স্কটল্যান্ড

নিরাপত্তা কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এর সুযোগে নিজেদের ইতিহাসের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে স্কটিশ দলের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে—ভারতে খেলতে যাওয়ার জন্য খেলোয়াড়দের ভিসা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
স্কটল্যান্ড দ্রুত ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এতে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফ। ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্ম নেওয়া এই ডানহাতি পেসার ৭ বছর বয়সে স্কটল্যান্ডে পাড়ি দেন। বাবা পাকিস্তানি ও মা ব্রিটিশ-পাকিস্তানি। স্কটল্যান্ডের জার্সিতে ৯০ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি খেলে মোট ১৯৮ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: বার্সেলোনার ‘রত্ন’কে কেড়ে নিলো পিএসজি
পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতা অনেকবার এমন পরিস্থিতি তৈরি করেছে, যা বংশোদ্ভূত খেলোয়াড়দের ওপরও প্রভাব ফেলে। ইতিমধ্যে ইংল্যান্ডের স্পিনার বশির খাণের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।
বিজ্ঞাপন
স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, “আমরা ভিসা কার্যক্রম সম্পন্ন করতে আইসিসির সঙ্গে কাজ করছি। ভিসার বিষয়টি সবসময়ই কিছুটা অনিশ্চিত থাকে। সময়সীমা যাই হোক, এটি আমাদের প্রস্তুতি প্রক্রিয়ায় প্রভাব ফেলে না।”
তিনি আরও বলেন, “গত ৪৮ ঘণ্টায় আমাদের মনোযোগ মূলত ভিসা প্রাপ্তিতে ছিল। আমাদের সব খেলোয়াড় এখন ভিসা প্রাপ্তির প্রক্রিয়ায় আছে। সময়মতো ভিসা হাতে আসলে তারা ভারতে গিয়ে খেলবে। এটি কেবল সময়ের বিষয়।”
বিজ্ঞাপন
এর আগে যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় আলী খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও ইহসান আদিলও ভিসা জটিলতায় সমস্যার মুখে পড়েছিলেন।








