Logo

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ !

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৯:৩১
আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ !
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। টানা চার ম্যাচে চারটি জয় তুলে নেওয়ার পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি নারী ক্রিকেটার।

বিজ্ঞাপন

ব্যাটিং বিভাগে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ফর্মের প্রমাণ দেওয়া এই ব্যাটার ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন।

এ ছাড়া নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২৫ ও ৩৫ রান করে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। ৩৩ ধাপ উন্নতি করে তিনি এখন যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সর্বশেষ দুই ম্যাচে ধারাবাহিক রান করেছেন সোবহানা মোস্তারি, যার ফলে তিনি ১১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে রয়েছেন। এছাড়াও স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে ৮৩ নম্বরে উঠে এসেছেন।

বোলিং বিভাগেও বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে রয়েছেন। আর রাবেয়া খান, যিনি নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট ৪ উইকেট নিয়েছেন, ১ ধাপ উন্নতি করে ১৪তম স্থানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সাফল্য তাদের সাফল্যের গল্পকে আরও উজ্জ্বল করছে এবং বিশ্বব্যাপী তাদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD