Logo

স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫২
স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও বয়কটের গুঞ্জন থাকলেও দলীয় স্কোয়াড ঘোষণার পর এবার সফর প্রস্তুতিও সম্পন্ন করেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিমানের টিকিট কাটা হয়েছে বলে জানা গেছে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিজ্ঞাপন

সূত্রের বরাতে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, অংশগ্রহণ নিয়ে সংশয় থাকলেও পাকিস্তান দল লাহোর থেকে কলম্বো যাওয়ার জন্য এয়ার লঙ্কার একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভ্রমণের বুকিং সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্র আশা করছে, শুক্রবারের মধ্যেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাবেন।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। তবে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা তৈরি হয়। বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি জানিয়ে পিসিবির পক্ষ থেকে আপত্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সে প্রস্তাব নাকচ করে। পরবর্তীতে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান দলের ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন হওয়ায় তাদের অংশগ্রহণের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD