Logo

নিশ্চিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৭:১০
নিশ্চিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দাপুটে পারফরম্যান্সে মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচে জয়ের পর আগেই এক পা রেখে দেওয়া টাইগ্রেসরা এবার যুক্তরাষ্ট্রের হারে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। সুপার সিক্সের এখনো দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করার পর বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।

এই জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও। তাদের সমান ৬ পয়েন্ট থাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

বিজ্ঞাপন

দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ

বিশ্বকাপের ছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে।

বিজ্ঞাপন

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ নারী দল।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD