Logo

বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের জন্য শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:০১
বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের জন্য শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট কনফেডারেশন (আইসিসি) বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ও প্রস্তুতির জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটাররা এই ক্যাম্পে অংশ নেবেন। এটি চলবে প্রায় এক সপ্তাহ ধরে।

এ ব্যাপারে বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, “বিশ্বকাপ না খেলায় ক্রিকেটাররা ফাঁকা সময়ে নিজেদের প্রস্তুতি বজায় রাখার জন্য এই ক্যাম্পে অংশ নেবেন। জাতীয় নির্বাচন শেষে বাকি টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।”

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, বিশ্বকাপ না খেলায় কিছু ক্রিকেটার ইতোমধ্যেই নিজ শহরে অবস্থান করছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আগামী মাসে শুরু হতে যাওয়া বিসিএল-এর আগে ক্রিকেটারদের ফিটনেস এবং প্রস্তুতি বজায় রাখাই এই কন্ডিশনিং ক্যাম্পের মূল উদ্দেশ্য।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD