Logo

সন্ধ্যায় দেশে ফিরছে চ্যাম্পিয়ন সাবিনারা, ছাদখোলা বাসে সংবর্ধনা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৩:০৭
সন্ধ্যায় দেশে ফিরছে চ্যাম্পিয়ন সাবিনারা, ছাদখোলা বাসে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী দল আজ সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরছে। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে দলটির জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

বিমানবন্দরে পৌঁছানোর পর অধিনায়ক সাবিনা খাতুন ও তার সতীর্থদের ছাদখোলা বাসে করে রাজধানীর হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে। সেখানে অবস্থিত এম্ফি থিয়েটারে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এর আগে জাতীয় নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হলে একইভাবে ছাদখোলা বাসে শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করা হয়েছিল।

প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই অংশ নেয়। পুরুষ বিভাগে সাত দলের প্রতিযোগিতায় বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করে। ছয় ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে তারা সংগ্রহ করে ৭ পয়েন্ট।

বিজ্ঞাপন

অন্যদিকে নারী বিভাগে দারুণ দাপট দেখিয়েছে সাবিনারা। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে টানা সাফল্যের ধারাবাহিকতায় এবার ফুটসালেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লাল-সবুজের মেয়েরা।

এই অর্জনের মাধ্যমে আঞ্চলিক নারী ফুটবলে বাংলাদেশের আধিপত্য আরও এক ধাপ দৃঢ় হলো।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD