বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল আবারও জয়ী হয়েছে। শুক্রবার নেপালের কীর্তিপুরে তারা স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
বিজ্ঞাপন
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। দলের ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস করেন ২২ রান। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১৫ রানে রান আউট হন।
এরপর নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির জুটি ১০০ রানের শক্তিশালী অবদান রাখে। নিগার ৩৫ বলে ৫৬ রান অপরাজিত থাকেন, ৫টি চার ও ৩টি ছক্কা সহ। সোবহানা ২৩ বলে ৪৭ রানে আউট হন।
বিজ্ঞাপন
জবাবে স্কটল্যান্ড ৯ উইকেটে ১০১ রানে থেমে যায়। বাংলাদেশের বোলারদের তোপে শুরুতেই ৩৫ রানে ৫ উইকেট হারায় স্কটিশরা। মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার ১৩ রানে ২টি উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস কিছুটা ব্যালেন্স ফিরিয়ে আনে।








