Logo

বাংলাদেশ ইস্যুতে নিরপেক্ষ শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ সতর্কতা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৮
বাংলাদেশ ইস্যুতে নিরপেক্ষ শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ সতর্কতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে দাবি করে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার হুমকি দিয়েছিল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল (শুক্রবার) অথবা সোমবারের মধ্যে জানাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। ফলে সালমান-বাবরদের বিশ্বকাপ খেলা এখনও দোলাচলে রয়েছে।

বিজ্ঞাপন

তবে পাকিস্তান অংশ নিক বা না নিক, বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে কড়া নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। পাকিস্তান খেললে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

এই ম্যাচের নিরাপত্তা প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। টুর্নামেন্ট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটিই তাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

এর আগে ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সে প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ভারত ও বাংলাদেশের মধ্যকার এই বিরোধের সময় পুরোটা জুড়েই সহ-আয়োজক শ্রীলঙ্কা নীরব অবস্থান বজায় রেখেছিল।

অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে। তিনি এএফপিকে বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার আঞ্চলিক বিরোধে শ্রীলঙ্কা জড়াতে চায় না। তিন দেশই তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তবে ভবিষ্যতে কোনো দেশ অনুরোধ জানালে শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, লঙ্কান ক্রীড়ামন্ত্রী জানান, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের নিরাপত্তায় মোতায়েন থাকবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD