Logo

বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:০৭
বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে বলেই মনে করছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্কা রাহানে। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এরই মধ্যে পাকিস্তান দল স্কোয়াড ঘোষণা করেছে এবং খেলোয়াড়দের ভ্রমণ প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ–এর এক আলোচনায় রাহানে বলেন, পাকিস্তান বিশ্বকাপের মতো বড় আসর এড়িয়ে যেতে পারবে না। তার ভাষায়, “আমার মনে হয় না তারা বিশ্বকাপে না এসে থাকতে পারবে। তাদের সেই সাহস আছে বলে মনে হয় না।”

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনিও রাহানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। ভোগলে বলেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে অংশ না নেওয়া কোনো দেশের জন্য সহজ সিদ্ধান্ত নয়। তার মতে, এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা ক্লাব ক্রিকেট নয় যে ইচ্ছা করলেই অংশগ্রহণ বাতিল করা যাবে।

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপে অংশ না নেয়, তবে তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে দেশটির ক্রিকেট ব্যবস্থার ওপরই। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বর্তমানে আর্থিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এমন অবস্থায় বড় টুর্নামেন্ট বর্জন করলে ক্ষতিটা তাদেরই বেশি হবে।

সব মিলিয়ে ক্রিকেট বিশ্লেষকদের বড় একটি অংশের ধারণা, রাজনৈতিক বা কূটনৈতিক বক্তব্য থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে না।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD