Logo

বিশ্বের সবচেয়ে দামী কফির দাম এক কাপেই ৮২ হাজার টাকা!

profile picture
জনবাণী ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:২২
34Shares
বিশ্বের সবচেয়ে দামী কফির দাম এক কাপেই ৮২ হাজার টাকা!
ছবি: সংগৃহীত

এক কাপ কফির দাম ৮২ হাজার টাকার বেশি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন কফি এখন বিক্রি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে দামী কফি বিক্রির জন্য ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে একটি বিশেষ ব্র্যান্ড।

দুবাইয়ের কেন্দ্রস্থলে রোস্টার্স ক্যাফে সম্প্রতি এই ব্যতিক্রমী কফি বিক্রি শুরু করেছে। এখানে প্রতিকাপ কফির দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা। খবর দিয়েছে খালিজ টাইমস।

বিজ্ঞাপন

রোস্টার্স ক্যাফের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কনস্ট্যান্টিন হারবুজ বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের কঠোর পরিশ্রমের ফল। পাশাপাশি এটি দুবাইকে ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ করেছে।”

শুধু এই দামী কফিই নয়, রোস্টার্স ক্যাফের মেন্যুতে রয়েছে আরও বিলাসবহুল পানীয়। যেমন- জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি, যার দাম প্রতিকাপ ১১০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৪৫ টাকা) এবং গোল্ড ক্যাপুচিনো, যার দাম ৭৫ দিরহাম (প্রায় ২ হাজার ৪৮৬ টাকা)। এছাড়া ১৫০ গ্রাম প্যাকেটজাত বিশেষ কফি তারা বিক্রি করে ৩৫০ দিরহামে (প্রায় ১১ হাজার ৫৯৯ টাকা)।

সব মিলিয়ে কফিপ্রেমীদের জন্য রোস্টার্স ক্যাফে হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতার স্থান, যেখানে স্বাদ, বিলাসিতা ও রেকর্ড সব একসাথে মিলেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD