Logo

এক মাস ঘুমিয়ে থাকেন মানুষ, রহস্যময় গ্রাম কালাচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:২০
16Shares
এক মাস ঘুমিয়ে থাকেন মানুষ, রহস্যময় গ্রাম কালাচি
ছবি: সংগৃহীত

পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে একবার ঘুমিয়ে পড়লে মানুষকে এক মাসের আগে জাগানো যায় না। এই রহস্যময় গ্রামটির নাম কালাচি এবং এটি কাজাখস্তানে অবস্থিত। বহু বছর ধরে গ্রামবাসীরা অদ্ভুত ঘুমের সমস্যায় ভুগছেন।

বিজ্ঞাপন

গ্রামবাসীরা কখন কোথায় ঘুমিয়ে পড়বেন তা জানে না—কেউ বাড়িতে, কেউ কর্মক্ষেত্রে, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে, আবার কেউ কথোপকথনের মাঝেই হঠাৎ ঘুমিয়ে পড়ে। এমনকি খেলাধুলার সময়ও কেউ ঘুমন্ত অবস্থায় ঢলে পড়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর রহস্য উদঘাটন করেন। কালাচির কাছেই একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি রয়েছে। খনিটি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এই গ্যাস মানবদেহে প্রবেশ করলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, যার ফলে মানুষ হঠাৎ গভীর ঘুমে চলে যান।

বিজ্ঞাপন

দূষিত বাতাসের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে গ্রামবাসীদের মধ্যে ‘স্লিপিং সিনড্রোম’ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এক পর্যায়ে গ্রামটি থেকে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি পরিবেশ দূষণের প্রভাবের এক বিরল ও ভয়ংকর উদাহরণ, যা প্রমাণ করে যে পরিবেশ মানুষের জীবনে কতটা অপ্রত্যাশিত ও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD