Logo

বান্ধবীর কাছে হিরো সাজার চেষ্টায় ডুবিয়ে দিলেন জাহাজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৫, ১৮:৫১
33Shares
বান্ধবীর কাছে হিরো সাজার চেষ্টায় ডুবিয়ে দিলেন জাহাজ
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের গিগলিয়ো দ্বীপের উপকূলে ২০১২ সালের ১৩ জানুয়ারি ঘটে যায় এক ভয়াবহ নৌদুর্ঘটনা। ইতালির বিলাসবহুল প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া পাথরে ধাক্কা খেয়ে ডুবে গেলে প্রাণ হারান অন্তত ৩২ জন। দুর্ঘটনার সময় জাহাজটিতে ৩ হাজার ২০০ যাত্রী ও ১ হাজার ২৩ জন কর্মী ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার মূল কারণ ছিলেন জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সেস্কো শেটিনো। সেই দিন তার সঙ্গে ছিলেন বান্ধবী ও সাবেক নৃত্যশিল্পী ডমনিকা সেমোর্টান। বান্ধবীর কাছে নিজেকে ‘নায়ক’ হিসেবে উপস্থাপন করতে এবং সাবেক বস মারিয়ো পালোম্বোকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে শেটিনো নির্ধারিত পথ ছেড়ে দ্বীপের একেবারে কাছাকাছি চলে আসেন। অথচ, সেই সময় দ্বীপে ছিলেনই না তার বস।

অবস্থাকে আরও ভয়াবহ করে তোলে ক্যাপ্টেনের আরেকটি ভুল। তিনি নিজের চশমা ভুলে যাওয়ায় অনভিজ্ঞ সহকারীর নির্দেশনায় জাহাজ চালাচ্ছিলেন। হঠাৎ জাহাজের নিচের অংশ পাথরে আঘাত করলে প্রায় ৭০ মিটার ফেটে যায়। দ্রুত ইঞ্জিনঘরে পানি ঢুকে পড়লে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

যাত্রীদের আতঙ্ক এড়াতে শেটিনো প্রথমে সবাইকে আশ্বস্ত করেন যে “বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।” অথচ কিছুক্ষণের মধ্যেই বিশাল প্রমোদতরীটির অর্ধেক ডুবে যায়। উদ্ধার কার্যক্রম শুরু করতেও তিনি দীর্ঘ সময় গড়িমসি করেন। অবশেষে এক ঘণ্টা পর জাহাজ ৩০ ডিগ্রি কাত হয়ে গেলে বিপদ সংকেত পাঠাতে বাধ্য হন।

যাত্রীরা তখন কেউ লাইফ জ্যাকেট পরে বাঁচার চেষ্টা করেন, কেউ আবার সাঁতরে দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু ক্যাপ্টেন শেটিনো নিজেই প্রথমে জাহাজ ছেড়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

অন্যদিকে সাহসিকতার পরিচয় দেন ভারতীয় দুই কর্মী কর্ণনাথ রমেশনা ও রাসেল রেবেলো। যাত্রীদের বাঁচাতে গিয়ে রাসেল প্রাণ হারান। দুর্ঘটনায় শুধু প্রাণহানি নয়, প্রায় ২ হাজার কোটি টাকা সমপরিমাণ ক্ষতি হয়।

পরে আদালতে শেটিনো দায় চাপাতে চান সহকারী নাবিক রবার্টো বোসিয়োর ওপর। এমনকি দাবি করেন, তিনি নাকি পা পিছলে লাইফবোটে পড়ে গিয়েছিলেন। কিন্তু আদালত তার কোনো যুক্তিই গ্রহণ করেনি। অবশেষে মূল দায় ক্যাপ্টেনের ওপরই বর্তায়। বর্তমানে কারাগারেই রয়েছেন এই কুখ্যাত নৌ-কর্মকর্তা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD